চট্টগ্রাম ব্যুরো

  ০৫ জুলাই, ২০২০

করোনাকালেও কর্মপরিকল্পনা থেমে নেই : চসিক মেয়র

করোনাকালে বিরূপ পরিস্থিতি সীমাবদ্ধতা ও আর্থিক সংকটের মধ্যেও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কোন কর্মপরিকল্পনাই থেমে থাকছে না বলে দাবি করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল শনিবার নগরীর পিসি রোডস্থ তাসফিয়া থেকে সাগরিকা মাজার পর্যন্ত এবং সাগরিকা মাজার থেকে অলংকার পর্যন্ত চলমান উন্নয়ন কাজ পরিদর্শনকালে এ দাবি করেন। তিনি বলেন, চসিকের প্রকল্পগুলোর সিংহভাগ কাজের অগ্রগতি হলেও কিছুটা ফিনিশিং বাকি রয়েছে। নগরীর সড়ক যোগাযোগসহ বিভিন্ন উন্নয়ন অবকাঠামো নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মপরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের গতি উদ্ভূত পরিস্থিতিগত কারণে ক্ষেত্র বিশেষে শ্লথ হলেও গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে এগুলোর কাজ সম্পন্ন করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে জনগুরুত্বপূর্ণ কাজগুলোর কাজের মান ও স্থায়িত্ব ক্ষমতায় কোনো রকমের ত্রুটি যাতে না থাকে সেজন্য চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের সতর্ক করে দিয়ে বলেন, সময়ের কাজ সময়ে শেষ না হলে জনগণের দুর্ভোগ বাড়ে এবং প্রকল্পের অর্থেরও অপচয় হয়। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বর্ধিত নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে জনবল বৃদ্ধি ও দিনে-রাতে কাজ করার জন্য ঠিকাদার ও প্রকৌশলীদের আহ্বান জানান তিনি। এছাড়া মেয়র গতকাল শনিবার বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালন উপলক্ষে চসিক নির্মিত ম্যুরাল প্রতিস্থাপন স্থানের বড়পোল মোড়স্থ নির্দিষ্ট স্থান পরিদর্শন করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close