চট্টগ্রাম ব্যুরো

  ০৪ জুলাই, ২০২০

চট্টগ্রামে বাস-সিএনজিতে স্বাস্থ্যবিধি অমান্য, জরিমানা

চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় আরোপিত স্বাস্থ্যবিধি অমান্য করায় বাস, সিএনজি ও ব্যক্তিগত গাড়ির ২০ জন ড্রাইভার, হেলপার ও যাত্রীকে জরিমানা করা হয়েছে।ৎ

গতকাল শুক্রবার সকালে নগরীর ওয়াসার মোড়ে এ জরিমানা করা হয়েছে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট ওমর ফারুক। তিনি বলেন, গণপরিবহনে দুজনের সিটে একজন বসানোর কথা থাকলেও গণপরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি মানছে না। মাস্ক পড়া বাধ্যতামূলক হলেও তা পড়ছেন না ড্রাইভার, হেলপার ও যাত্রীরা। এসব বিষয়সহ আরো কিছু বিষয় নজরে আসলে তাৎক্ষণিক ২০ জন ড্রাইভার, হেলপার ও যাত্রীকে জরিমানা করা হয় এবং তাদের সতর্ক করা হয়। এমন অভিযান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close