চট্টগ্রাম ব্যুরো

  ০৩ জুলাই, ২০২০

কাজের মান ও সময় ঠিক না হলে কালো তালিকাভুক্তি

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা না হলে এবং নিম্নমানের ও ত্রুটিপূর্ণ কাজ বুঝিয়ে দেওয়া হলে ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করে তাদের লাইসেন্স বাতিল করা হবে। কাজের গতি কোনো অবস্থাতেই যাতে শ্লথ না হয় এবং জোড়াতালি দিয়ে কাজ বুঝিয়ে দেওয়ার প্রবণতার বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রকৌশলীদের দায়িত্বশীল থাকতে তিনি নির্দেশনা দেন।

গতকাল বৃহস্পতিবার চসিক ভবনে ঠিকাদার ও প্রকৌশলীদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন। তিনি বলেন, কোন কোন ঠিকাদার কাজের চুক্তির সময়সীমা লংঘন করে দীর্ঘ সূত্রতার আশ্রয় নিচ্ছে। ফলে জনদুর্ভোগ বাড়ছে এবং সরকার ও সিটি করপোরেশনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। কিন্তু অযৌক্তিক সময়ক্ষেপণ করে কাজ ঝুলিয়ে রাখা এবং নিম্নমানের কাজ বুঝিয়ে দেওয়ার প্রবণতা সহ্যের সীমা হারিয়েছে। নগরীর পোর্ট কানেকটিং সড়কের কাজ আগামী নভেম্বর মাসে এবং নগরীর ড্রেন, মিডআইল্যান্ডসহ বাকি সড়কগুলোর অসম্পূর্ণ কাজগুলো জুলাই মাসের মধ্যে শেষ করার জন্য কড়া নির্দেশনাও দেন মেয়র।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close