চট্টগ্রাম ব্যুরো

  ২১ জুন, ২০২০

চসিক আইসোলেশন সেন্টার আশাজাগানিয়া উদ্যোগ

মেয়র নাছির

নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে চট্টগ্রাম সিটি করপোরেশনের অর্থায়ন ও ব্যবস্থাপনায় করোনা আক্রান্তদের জন্য প্রতিষ্ঠিত ২৫০ শয্যার সিটি হল কোভিড আইসোলেশন সেন্টারে আশাজাগানিয়া উদ্যোগ এবং তারা স্বস্তি ও সাহস সঞ্চয় করে বেঁচে থাকতে প্রাণিত হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ রোববার রোগী ভর্তির মাধ্যমে এর কার্যক্রম শুরু হচ্ছে। আইসোলেশন সেন্টারে ডা. সুশান্ত বড়–য়াকে পরিচালকের দায়িত্ব দিয়ে চসিক স্বাস্থ্য বিভাগের ১৬ জন চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়, ল্যাব টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও আয়াসহ ৬০ জন লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তাদের করোনা স্বাস্থ্যসেবা প্রদান সম্পর্কিত তিন দিনব্যাপী এক কর্মশালায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। এ হাসপাতালটিতে বর্তমানে প্রাথমিকভাবে ৫০টি অক্সিজেন সিলিন্ডার ও এর উপকরণ সংযুক্ত করা হয়েছে। এ ছাড়াও হাইফ্লো ন্যাসাল ক্যানুলা সংগ্রহ করার পরিকল্পনাও রয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন কোভিড আইসোলেশন সেন্টারটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, আইসোলেশন সেন্টারে প্রায় ৭০ লাখ জনঅধ্যুষিত নগরীর করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদানের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নিশ্চিত করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close