ঢাবি প্রতিনিধি

  ২১ জুন, ২০২০

ঢাবির সাবেক শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে চাচাত ভাইয়ের ছুরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র মেহেদী মোস্তফা রাজিবের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। গতকাল শনিবার সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধনে ছাত্রলীগের নেতাকর্মী, রাজিবের বন্ধু ও সহপাঠীসহ অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা রাজিবের হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। মানববন্ধন সঞ্চালনা করেন জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান। এতে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহাগ, উপসম্পাদক রিয়াদ হাসান ও ছাত্রলীগের সাবেক উপসম্পাদক লতিফুল ইসলাম নিপুল প্রমুখ।

মেহেদী মোস্তফা রাজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি জহুরুল হক হল শাখার ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক ছিলেন। দুই বছর আগে লেখাপড়া শেষ করে তিনি ঢাকায়ই আইন চর্চা করছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close