চট্টগ্রাম ব্যুরো

  ২১ জুন, ২০২০

চট্টগ্রামে করোনা আক্রান্ত ৬ হাজার ছাড়াল

চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আরো ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা ছাড়াল ৬ হাজার। নতুন শনাক্ত হওয়ার মধ্যে নগরীতে ৯২ ও জেলার বিভিন্ন উপজেলার ৯৫ জন রয়েছেন। চট্টগ্রামে করোনা শনাক্তের মোট সংখ্যা ৬ হাজার ৯৮ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। তার মধ্যে নগরীতে ২ জন ও উপজেলার ১ জন। এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মৃত্যু সংখ্যা দাঁড়াল ১৩৯ জন। আর সুস্থ হয়েছেন ২০ জন। সুস্থ হওয়া ২০ জনই নগরীর বাসিন্দা। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫৮৯ জন। গতকাল শনিবার সকালে চট্টগ্রামে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম সরকারি চারটি ল্যাব ও সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলাবাসী কক্সবাজার মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৭৭৩ জনের নমুনা পরীক্ষায় ১৮৭ জনের করোনা পজিটিভ আসে। তথ্য মতে, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৬৯ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে নগরীতে ২০ ও জেলার বিভিন্ন উপজেলার ২২ জন রয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close