চট্টগ্রাম ব্যুরো

  ২০ জুন, ২০২০

চট্টগ্রামে চেম্বারের পরিচালকসহ করোনা শনাক্ত আরো ১৪৮ জন

চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) নমুনা পরীক্ষায় চট্টগ্রাম চেম্বার পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপনসহ আরো ১৪৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এছাড়া সুস্থ হয়েছেন ৩২ জন। ১৪৮ জনের মধ্যে নগরীতে ৯৪ ও জেলার বিভিন্ন উপজেলার ৫৪ জন রয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা শনাক্তের মোট সংখ্যা ৫ হাজার ৯১১ জন। সুস্থ হওয়া ৩২ জনের মধ্যে নগরীতে ২৪ জন ও জেলার বিভিন্ন উপজেলার আটজন রয়েছে। এ নিয়ে চট্টগ্রাম মোট সুস্থ হয়েছেন ৫৬৯ জন। মৃত্যু হয়েছে আরো পাঁচজনের। তার মধ্যে নগরীতে চারজন ও উপজেলার একজন। এ নিয়ে চট্টগ্রাম এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১৩৬ জন। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি প্রতিদিনের সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রামের সরকারি চারটি ল্যাব ও বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ৭২১ জনের নমুনা পরীক্ষায় ১৪৮ জনের করোনা পজিটিভ আসে। তথ্যমতে, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৭৯ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে নগরীতে ১৩ ও জেলার বিভিন্ন উপজেলার ১০ জন রয়েছেন। এদিকে, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১২৪ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে নগরীতে ছয়জন ও বিভিন্ন উপজেলার ১৮ জন রয়েছেন। এছাড়াও, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১১০ জনের নমুনা পরীক্ষায় ৬১ জনের পজিটিভ এসেছে। এর মধ্যে নগরীতে ৬০ জন ও উপজেলার একজন রয়েছেন। এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১২ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে নগরীর ৯ জন ও জেলার বিভিন্ন উপজেলার ২৫ জন রয়েছেন। এছাড়াও নগরীর বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ৯৬ জনের নমুনা পরীক্ষায় ছয়জনের পজিটিভ এসেছে। ছয়জনই নগরীর বাসিন্দা। এদিকে, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৫৪ জনের মধ্যে লোহাগাড়ার আট, সাতকানিয়ার ছয়, বাঁশখালীর পাঁচ, আনোয়ারার দুই, রাউজানের চার, ফটিকছড়ির ৯, হাটহাজারীতে ১৪, সীতাকু-ের দুই ও সন্দ্বীপ দুজন রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close