চট্টগ্রাম ব্যুরো

  ১৮ জুন, ২০২০

চট্টগ্রামে করোনায় মারা গেলেন আরো এক চিকিৎসক

চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রেবসরকারি চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল হক (৪৪) মারা গেছেন। গতকাল বুধবার সকালে চিকিৎসাধীন মেট্টোপলিটন হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। মারা যাওয়া চিকিৎসক ডা.নুরুল হক কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দৈয়ার পাড়ার উত্তর আদর্শ গ্রামের বাসিন্দা। তিনি গত ১৯ বছর ধরে চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩৮ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। করোনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন,স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) করোনা সেলের চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক ডা. আ ন ম মিনহাজুর রহমান। চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালের নির্বাহী পরিচালক ফজলে আকবর জানান, করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ডা. নুরুল হকের শরীরে অক্সিজেন সিস্যুরেশন কমে গেলে গত রোববার (১৪ জুন) আমাদের হাসপাতালে ভর্তি হন। পরে হাসপাতালে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়। বুধবার সকাল ৬ টা ২০ মিনিটের দিকে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ডা.নুরুল হককে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close