খুলনা (মহানগর) প্রতিনিধি

  ১৮ জুন, ২০২০

খুলনায় সবজির দাম চড়া

ফের সবজির দাম বাড়তে শুরু করেছে। কদিনের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে। কাঁচামরিচ, পেঁয়াজ ও রসুনের দাম কিছুটা স্বস্তি দিলেও বাজার গরম করে তুলেছে সবজি। ফলে প্রতিদিনের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। যদিও ব্যবসায়ীরা বলছেন, আম্পানের ফলে কৃষকের সবজিখেত নষ্ট হয়েছে। আজও অনেক এলাকা পানিবন্দি রয়েছে। যার ফলে সবজির দাম বাড়তি রয়েছে। দেশব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব। সবাইকে ঘরে থাকতে বলা হচ্ছে। কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। এরই মধ্যে সবজি বাজারের এমন উত্তাপ মানুষকে নাজেহাল করে ছাড়ছে।

গতকাল নগরীর কয়েকটি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, কেজিপ্রতি পটোল বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। বরবটি ৬০, মিষ্টিকুমড়া ১৫-২০, টমেটো ৭০, কাঁচকলা ২০-৩০ (প্রতি হালি), বেগুন ৫০-৬০, উচ্ছে ৭০-৮০, লাউ প্রতিটি ৪০-৫০, কাঁকরোল ৬০, কচুর লতি ৩০-৪০, ঢেঁড়স ৩০-৪০, সব ধরনের শাক ২০-৩৫, ঝিঙে ৪০-৫০, চিচিঙ্গা ৫০, ক্ষিরাই ৪০, কাঁচামরিচ ৬০-১২০, চাল কুমড়া ৪০-৫০, পেঁপে ৫০-৫৫, আলু ৩০, কাঁচা আম ৪০, কচুর মুখি ৫০, পেঁয়াজ ২৫-৫০, রসুন ৯০-১২০ এবং লেবু প্রতি হালি বিক্রি হচ্ছে ১২-২০ টাকা দরে। টুটপাড়া জোড়াকল বাজার এলাকার বাসিন্দা বিউটি পাল জানান, সবজি বাজারের আবার আগুন বাড়ছে। হঠাৎই সব ধরনের শাকসবজির দাম বাড়ছে। মানুষের আয় নেই। কিন্তু ব্যয় দিন দিন বাড়ছে।

বসুপাড়া এলাকার বাসিন্দা মো. ইমরান হোসেন মিয়া জানান, করোনার কারণে খুলনায় বাজার মনিটরিং ব্যবস্থা কমে গেছে। পত্রিকায় লেখালেখি হলে দেখা যাবে নামমাত্র মনিটরিং হচ্ছে। কদিন পর আবার যা তাই। কার্যকর মনিটরিং ব্যবস্থা থাকতে হবে। অতিরিক্তি দাম নিয়ে ভোক্তাকে ঠকালে জরিমানার ব্যবস্থাটা আবার চালু করতে হবে।

তবে জরিমানার সময় দল-মত-নির্বিশেষে আইন প্রয়োগ করতে হবে। নগরীর টুটপাড়া জোড়াকল বাজারের সবজি বিক্রেতা মো. রহিম সওদাগর জানান, আম্পানের কারণে দক্ষিণের সবজিখেতগুলো ডুবে গেছে। সবজি কম, তাই দাম বেশি। এখন শাকসবজি পাওয়া যাচ্ছে না ঠিকমতো। তালা কিশমতঘোনা এলাকার কৃষক মো. আবদুল বারি জানান, এবার যে পরিমাণ লাউ আর মিষ্টিকুমড়াগাছ হয়েছিল, তাতে অনেক টাকা আয় হতো। কিন্তু আম্পান সব শেষ করে দিয়েছে। বেগুন, লাউ, মিষ্টিকুমড়া, উচ্ছেগাছগুলো আর নেই। এখনো খেতে পানি রয়েছে। আস্তে আস্তে পানি কমতে শুরু করছে। জানি না কবে কমবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close