নিজস্ব প্রতিবেদক

  ০৭ জুন, ২০২০

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

রাজধানীর কদমতলীতে বাসার সামনে বৃষ্টির জমা পানি সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজিবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।

প্রথমে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন। এর সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক এএসআই মো. আবদুল খান। তিনি বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তিনি কদমতলী বিপিধারা আবাসিক এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার বাবার নাম মৃত আলী হোসেন। মৃতের ছোট ভাই মো. সুমন জানিয়েছেন, দুই দিনের বৃষ্টিতে বাসার সামনে পানি জমে ছিল। ভাই সকালে ওই পানি সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। ওই পানিতে কোনোভাবে বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে ছিল। ধারণা করা হচ্ছে। পরে তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। তিনি একটি কোম্পানিতে মাস্টাররোলে চাকরি করতেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close