নিজস্ব প্রতিবেদক

  ০৭ জুন, ২০২০

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ

প্রতিষ্ঠালগ্ন থেকেই শতভাগ পাসের ধারা অব্যাহত

সদ্য প্রকাশিত মাধ্যমিক পরীক্ষায় রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ বরাবরের মতো এবারও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। প্রতিষ্ঠানটির মালিবাগ, বারিধারা ও মিরপুর শাখার কোথাও ফেল নেই। জন্মলগ্ন থেকেই এই ধারা অব্যাহত রয়েছে। উত্তরা শাখা নতুন বিধায় এখনো এই শাখা থেকে মাধ্যমিক পরীক্ষায় কেউ অংশগ্রহণ করেনি। আর বনানী শাখাটি সম্পূর্ণ ইংরেজি মাধ্যমের। পরীক্ষায় সাউথ পয়েন্টের ৪৫২ জন অংশগ্রহণকারীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে সর্বমোট ২৯৬ জন। বাংলা মাধ্যমে মোট ২৭৬ জন অংশগ্রহণকারীর সবাই পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১৫৯ জন। ইংরেজি মাধ্যমের পরীক্ষায় অংশ নেয় ১৭৬ জন, এর মধ্যে শতভাগ পাসসহ জিপিএ-৫ পেয়েছে ১৩৭ জন শিক্ষার্থী।

এবারের ফলাফলে সবচেয়ে বেশি খুশি প্রতিষ্ঠানটির বারিধারা শাখার শিক্ষার্থীরা। করোনাভাইরাস পরিস্থিতির কারণে প্রতিষ্ঠানে উপস্থিত হতে না পারলেও ফোনে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছে। এই শাখা থেকে ১৩৪ জন অংশগ্রহণকারীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হারও প্রায় শতভাগ। মোট জিপিএ-৫ ১০০ জন আর বাকি সবাই এ পেয়েছে (৪.৫ এর ঊর্ধ্বে)। এই শাখার বিজ্ঞান বিভাগের অবস্থা রীতিমতো ঈর্ষণীয় বলতে হয়। মোট ১০৬ জন অংশগ্রহণকারীর ৯৫ জনই জিপিএ-৫। ইংরেজি ভার্সনের অবস্থা আরো ভালো। এদের বিজ্ঞান শাখার ৩৬ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। অর্থাৎ শতভাগ জিপিএ-৫। এই শাখায় জিপিএ-৪.৫ এর নিচে কোনো গ্রেড নেই। মালিবাগ শাখার শিক্ষার্থীরাও ভালো করেছে। এদের ২৪৮ অংশগ্রহণকারীর ১৭৬ জনই জিপিএ-৫ পেয়েছে। ইংলিশ ভার্সনে বিজ্ঞান শাখার ৯৭ অংশগ্রহণকারীর ৮৬ জনই জিপি-৫। শুধু এসএসসি, এইচএসসিতেই নয় জেএসসি, পিইসি ও বৃত্তিতেও এই প্রতিষ্ঠানের রয়েছে ঈর্ষণীয় ফলাফল এবং এর ধারাবাহিকতাও রয়েছে। ২০০৯ সালে ঢাকা শিক্ষাবোর্ড কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতিসহ ওই বছরেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৯ম স্থান লাভ করে সাউথ পয়েন্ট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close