নিজস্ব প্রতিবেদক

  ০৬ জুন, ২০২০

রাজধানীতে বাসচাপায় দুজন নিহতের মামলায় চালক রিমান্ডে

রাজধানীর বাংলামোটরে বিহঙ্গ বাসের চাপায় দুজন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় বাসটির চালক জাফর মোল্লাকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল শুক্রবার ঢাকা মহানগর হাকিম ইলিয়াস মিয়া বাসচালকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বাসচালক জাফর মোল্লাকে ঢাকা মহানগর হাকিম ইলিয়াস মিয়ার আদালতে হাজির করে শাহবাগ থানা পুলিশ। শাহবাগ থানায় করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে বাসচালকের এক দিনের রিমান্ড মঞ্জুর করে ওই আদেশ দেন বিচারক।

গত বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে বাংলামোটরে বিহঙ্গ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাত ঘেঁষে চলা একটি মোটরসাইকেল ও একজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী ও মোটরসাইকেল আরোহী নিহত হন। খবর পেয়েই ঘাতক বাসটিসহ এর চালক জাফর মোল্লাকে আটক করে পুলিশ। নিহতরা হলেন সরিষার তেল বিক্রেতা মো. বেলায়েত ও একটি কুরিয়ার সার্ভিসের কর্মী ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আসাদুর রহমানের ছেলে মকসুদুর রহমান।

এ ঘটনায় আহত জাকির নামের একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close