চট্টগ্রাম ব্যুরো

  ০৫ জুন, ২০২০

চট্টগ্রামে করোনায় চিকিৎসকসহ ৩ জনের মৃত্যু

চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এক চিকিৎসকসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়। করোনায় মৃত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মুহিদ হাসান। এই বিষয়ে চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম জানান, জরুরি বিভাগের এক মেডিকেল অফিসার করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ঈদের পর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। এই দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্য ৫০ বছর বয়সি নারী নগরের পাঁচলাইশ এলাকার এবং ৫৬ বছর বয়সি নারী জামালখান এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. আবদুর রব জানান, আমাদের হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন করোনাভাইরাস পজিটিভ দুই মহিলা রোগীর মৃত্যু হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close