চট্টগ্রাম ব্যুরো

  ২৪ মার্চ, ২০২০

মাইকিংয়ে নেমেছেন চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টি করতে মাইক হাতে মাঠে নেমে পড়েছেন। গতকাল সোমবার দুপুর থেকে নগরীর লালখান বাজার, ওয়াসা মোড়, জিইসি মোড়, দুই নম্বর গেট, ষোলশহর রেলস্টেশন, মুরাদপুর, বহদ্দার হাট, চকবাজার, জামালখান, কাজীর দেউরি, আন্দরকিল্লা, বকসিরহাট ঘুরে ঘুরে মাইকিং করে বেরিয়েছেন। এ সময় নগরবাসীর উদ্দেশে মেয়র বলেন, বিদেশফেরত হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা নির্দেশনা না মানলে তাদের সচেতন করুন। নিজে, পরিবার পরিজন, পাড়া-প্রতিবেশীকে করোনার সংক্রমণ থেকে বাঁচাতে হোম কোয়ারেন্টাইনে তাদের থাকতে হবে। তারা যদি নির্দেশনা না মানে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সংবাদ দিন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢালাওভাবে প্রচার-প্রচারণা চালিয়ে তথ্য বিভ্রান্তি সৃষ্টি করবেন না। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জেনারেল হাসপাতালকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়াও চসিকের প্রতিটি ওয়ার্ডের মেডিকেল সেন্টারে নিয়োজিত চিকিৎসকদের এই সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close