চট্টগ্রাম ব্যুরো

  ২৩ মার্চ, ২০২০

করোনা চিকিৎসায় চট্টগ্রামে হচ্ছে ১০ শয্যা আইসিইউ

করোনাভাইরাস মোকাবিলায় চট্টগ্রামের সরকারি হাসপাতালে নতুন করে ১০ শয্যা আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থাপন করা বলে জানিয়েছে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলা সংক্রান্ত বিভাগীয় কমিটি। হবে। কিন্তু এসব আইসিইউ কোথায় স্থাপন করবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ওই কমিটি। নতুন করে হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন স্থাপন করে আইসিইউ করতে হলে প্রায় ১৫ থেকে ৩০ দিন প্রয়োজন। সবকিছু চিন্তা করে সেন্ট্রাল অক্সিজেন আছে এমন হাসপাতালে আইসিইউ স্থাপন করা হবে বলে জানা গেছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক অফিস সূত্র জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-তে ১০ শয্যার আইসিইউ স্থাপনের জন্য প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে আইসিইউ শয্যা স্থাপনের সক্ষমতা দেখতে ফৌজদারহাটের বিআইটিআইডি পরিদর্শন করেছেন করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলা সংক্রান্ত বিভাগীয় কমিটি সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এবং চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর। আগামী কয়েক দিনের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলা সংক্রান্ত বিভাগীয় কমিটি চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close