নিজস্ব প্রতিবেদক

  ২১ মার্চ, ২০২০

খুতবায় স্বাস্থ্য নির্দেশনা মানার পরামর্শ

ছোট সুরা পড়ে দ্রুত সময়ে জুমার নামাজ শেষ করা হয়েছে বায়তুল মোকাররমে। গতকাল শুক্রবার জুমার নামাজের খুতবায় মুসল্লিদের স্বাস্থ্য নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। এছাড়া দেশের মানুষের সুরক্ষার জন্য মোনাজাত করা হয়। বায়তুল মোকাররমে জুমার নামাজের ইমামতি করেন পেশ ইমাম মুফতি মোহাম্মদ এহসানুল হক। তিনি জুমার খুতবায় মুসল্লিদের সরকারের ঘোষিত স্বাস্থ্য নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন।

তিনি বলেন, সংক্রমণ এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বেশি বেশি ইবাদত-বন্দেগি করুন। আল্লাহর দরবারে প্রার্থনা করতে হবে। এছাড়া মুফতি মোহাম্মদ এহসানুল হক গণ-জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেন। নামাজ শেষে মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ববাসীকে হেফাজত রাখার জন্য দোয়া করা হয়। করোনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনার পাশাপাশি আক্রান্তরা যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন সেই দোয়া করা হয়। দেশ, জাতি ও বিশ্ববাসীকে হেফাজত করে মহামারি থেকে সুরক্ষার জন্যও দোয়া করা হয়। অন্যান্য সময়ের তুলনায় গতকাল মসজিদে কম মুসল্লি দেখা গেছে। যারা এসেছেন তাদের মধ্যে অনেক মুসল্লিকে মাস্ক পরে মসজিদে প্রবেশ করতে দেখা গেছে। এর আগে সকালে বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন করোনা সংক্রমণ এড়াতে মুসল্লিদের বাসা থেকে ওজু করে ও সুন্নত নামাজ পড়ে ফরজ জুমার নামাজ মসজিদে পড়তে আসার আহ্বান জানায়। সংস্থাটির মহাপরিচালক আনিস মাহমুদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনা মহামারি আকার ধারণ করায় করোনা সংক্রমণ এড়াতে সরকারের পক্ষ থেকেও সব ধরনের জনসমাগম পরিহার করাসহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close