চট্টগ্রাম ব্যুরো

  ২৪ ফেব্রুয়ারি, ২০২০

সম্পর্ক সুদৃঢ় করতে নাছির ও রুশ দূতের আলোচনা

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার আই ইগতানভ। গতকাল রোববার বিকেলে চসিক ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম। তিনি জানান, সাক্ষাৎকালে দুই বন্ধুপ্রতিম দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক সুদৃঢ় করতে তারা আলোচনা করেন। চট্টগ্রাম শহরকে একটি স্মার্ট, আধুনিক, নান্দনিক, পরিবেশবান্ধব শহরে রূপান্তরের লক্ষ্যে দুই দেশ যৌথভাবে কাজ করতে পারে বলে মেয়র রাশিয়ার রাষ্ট্রদূতকে জানান। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ-পরবর্তী কর্ণফুলী নদীতে পুঁতে রাখা মাইন অপসারণ কার্যক্রম পরিচালনায় রাশিয়ার সহযোগিতাকে বিশ্বমানবতার অনন্য দৃষ্টান্ত বলে উল্লেখ করেন মেয়র নাছির।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close