reporterঅনলাইন ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি, ২০২০

মাইলস্টোন কলেজে অমর একুশে পালন

ভাষাবীরদের স্মরণ, শ্রদ্ধা আর ভালোবাসা নিবেদনের মধ্য দিয়ে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল রাজধানীর উত্তরায় অবস্থিত অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। বুকে কালোব্যাজ ধারণ করে প্রভাতফেরির আয়োজন করা হয়। প্রভাতফেরিটি উত্তরার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস ডিয়াবাড়ি মাঠের শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ডিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম, উত্তরা ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) এম কামালউদ্দিন ভূঁইয়া এবং প্রশাসনিক পরিচালক মো. মাসুদ আলম।

মাইলস্টোন কলেজে অন্য কর্মসূচির মধ্যে ছিল ভাষাবীরদের স্মরণে বিশেষ আলোচনা সভা, প্রবন্ধ ও রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী। মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল (অব.) নুরন্নবী, ডিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম, উত্তরা ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) এম কামালউদ্দিন ভূঁইয়া, প্রশাসনিক পরিচালক মো. মাসুদ আলম, বিভিন্ন অনুষদের প্রধানরা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close