চট্টগ্রাম ব্যুরো

  ২১ ফেব্রুয়ারি, ২০২০

চমেকে কার্ডিওলজি ক্যাথল্যাব উদ্বোধন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বহুল প্রত্যাশিত কার্ডিওলজি ক্যাথল্যাবের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কার্ডিওলজি বিভাগে ফলক উন্মোচন করে কার্ডিওলজি ক্যাথল্যাবÑ১ ও ২ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এই ক্যাথল্যাব উদ্বোধনের ফলে বৃহত্তর চট্টগ্রামের মানুষ কার্ডিওলজি চিকিৎসা সুবিধা পাবে। এই চিকিৎসা সুবিধার মধ্যে থাকছে এনজিওগ্রাম, এনজিও প্লাস্টিক (রিং পরানো), স্থায়ী ও অস্থায়ী পেকমেকার স্থাপন। এই উপলক্ষে আয়োজিত কার্ডিওলজি বিভাগ কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিনি আরো বলেন, চমেক হাসপাতালে ৫০০ বেডের একটি হাসপাতাল। পরবর্তী সময়ে ৫০০ থেকে ১ হাজার ৩১৩ শয্যাবিশিষ্ট চমেক হাসপাতালে উন্নীত করা হয়। কিন্তু জনবল বৃদ্ধি করা হয়নি। ৫০০ বেডের জনবল দিয়ে আজও ধুঁকে ধুঁকে চলছে চমেক হাসপাতাল। চসিক মেয়র বলেন, কার্ডিওলজি ক্যাথল্যাবে গত বছরের এদিন পর্যন্ত ১২ হাজার রোগীকে এনজিওগ্রাম চিকিৎসাসেবা প্রদান করা হয়। ক্যাথল্যাব উদ্বোধনের মাধ্যমে কার্ডিলজি সংক্রান্ত সব সুযোগ-সুবিধা এতদাঞ্চলের মানুষ আরো বেশি চিকিৎসাসেবা ভোগ করতে পারবে বলে তিনি প্রত্যাশা করেন। চমেক হাসপাতালের মূল ভবনের দ্বিতীয় তলার হৃদরোগ বিভাগে স্থাপিত কার্ডিওলজি এ ক্যাথল্যাব স্থাপন করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close