চট্টগ্রাম ব্যুরো

  ২০ ফেব্রুয়ারি, ২০২০

কেজিডিসিএল কর্তৃপক্ষ

গাফিলতির কারণেই সংযোগ বিচ্ছিন্ন

‘তিন তিনবার চিঠি দিয়ে তাগিদ দেওয়া সত্ত্বেও ৫২ সপ্তাহের বকেয়া বিলি পরিশোধ করেনি চট্টগ্রাম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। যেহেতু হাসপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান। তাই মানবিক দিক বিবেচনা করে অন্তত কিছু বকেয়া হলেও আপাতত পরিশোধ করতে বলেছিলাম। কিন্তু সেই বকেয়া পরিশোধ না করায় ওই হাসপাতালের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’ চট্টগ্রাম জেনারেল হাসপাতালে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পর কর্ণফুলী গ্যাসের মহাব্যবস্থাপক বিপণন প্রকৌশলী আবু নসর মো. সালেহ প্রতিদিনের সংবাদকে বুধবার বিকালে এসব কথা বলেন।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চার বছরের বকেয়া রয়েছে সাত লাখ টাকা। পরিশোধ না করায় গ্যাস সংযোগ গত সোমবার বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সূত্রে আরো জানা যায়, বিভিন্ন সরকারি সংস্থার কাছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষের শতকোটি টাকা বকেয়া রয়েছে। এই বিপুল অঙ্গের বকেয়া পরিশোধ করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close