চবি প্রতিনিধি

  ২৩ জানুয়ারি, ২০২০

চবিতে র‌্যাগিং বিরোধী শোভাযাত্রা

‘নবীন তোমায় স্বাগত জানাই চবি ক্যাম্পাসে, প্রয়োজনে প্রবীণদের পাবে তোমার পাশে’ এ প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) র‌্যাগিংবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে চবি জিরো পয়েন্ট হতে শোভাযাত্রাটি শুরু হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। চবি উপাচার্য ড. শিরীণ আখতারের সভাপতিত্বে বিভিন্ন অনুষদের, শিক্ষক সমিতির নেতা, হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা এ শোভাযাত্রায় অংশ নেন। সংক্ষিপ্ত বক্তব্যে চবি উপাচার্য বলেন, শুধু পঠন-পাঠন নয়; জ্ঞান সৃজন এবং জ্ঞান বিতরণের মাধ্যম সৎ, দক্ষ, যোগ্য ও আলোকিত মানবসম্পদ উৎপাদনই বিশ্ববিদ্যালয়ের অন্যতম মূল লক্ষ্য। এই লক্ষ্যকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা-গবেষণার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণœ রাখতে বদ্ধপরিকর। সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি ধারণ করে ক্যাম্পাসে সব ধরনের র‌্যাগিং ও ড্রাগমুক্ত ক্যাম্পাস হিসেবে চলমান প্রক্রিয়া অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close