নিজস্ব প্রতিবেদক

  ২০ ডিসেম্বর, ২০১৯

মেয়র আতিক

সড়কে নির্মাণসামগ্রী রাখলে রোববার থেকে জরিমানা

উন্নয়ন কাজের সময় সড়কে নির্মাণসামগ্রী ফেলে রাখার দায়ে ঠিকাদারদের জরিমানা গুনতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ভালোবাসার সময় শেষ, জরিমানা করা শুরু হবে আগামী রোববার থেকে। কারণ সিটির উন্নয়ন কাজের জন্য ঠিকাদারদের মেইনটেন্যান্স খরচ দেওয়া হয়। এরপরেও ডিএনসিসির তালিকাভুক্ত ঠিকাদাররা যে অবকাঠামো উন্নয়নের কাজ করছেন, সেই অবকাঠামো ঘিরে কমপ্লায়েন্স মেইনটেন্যান্স করতে পারছেন না। তাই তাদের দিয়েই জরিমানা শুরু করব।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজধানী ঢাকাকে পরিষ্কার রাখতে আয়োজিত নীতি-নির্ধারণী সভায় তিনি এসব কথা বলেন। সড়কে নির্মাণসামগ্রী ও অন্যান্য উপকরণ রাখার জন্য জনভোগান্তির সৃষ্টি হচ্ছে জানিয়ে মেয়র আরো বলেন, ঠিকাদাররা নির্মাণ কাজের সময় বিভিন্ন মেইনটেন্যান্স খরচ নেবেন, অথচ তা সঠিকভাবে করবেন না, এটা হতে পারে না। তিনি বলেন, ২২ ডিসেম্বরের পর নগর ভবনে অফিস হবে না, অফিস হবে গাড়ি ও মোবাইলফোনে। বিভিন্ন স্থানে আকস্মিক পরিদর্শন করে জরিমানা শুরু করবেন বলে জানান তিনি। সভায় মেয়র আতিকুল ঢাকা-গাজীপুর সড়কের গাজীপুরের বিভিন্ন অংশে ট্রাকস্ট্যান্ড গড়ে তোলা ও ময়লা আবর্জনা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি মেয়রকে অনুরোধ করেন এ বিষয়ে পদক্ষেপ নিতে, তা না হলে ডিএনসিসি অ্যাকশনে নামবে বলেও জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close