reporterঅনলাইন ডেস্ক
  ২১ নভেম্বর, ২০১৯

বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত অভিযান

রাজধানীর বিভিন্ন এলাকায় গতকাল বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সড়ক পরিবহন আইন-২০১৮ ও অন্যান্য আইনের অধীনে ৩৮টি মামলায় ৩৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।

শ্যামলী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফেরদৌস ইসলাম সাতটি মামলায় ১ হাজার ৩০০ টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ডেমরা এলাকায় অভিযান পরিচালনা করে সাতটি মামলায় ৮ হাজার টাকা, ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম উত্তরা সার্কেল ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে চারটি মামলায় ৪ হাজার ৫০০ টাকা, ম্যাজিস্ট্রেট এম এম সামিরুল ইসলাম আশুলিয়া এলাকায় চারটি মামলায় ৫ হাজার ৫০০ টাকা, ম্যাজিস্ট্রেট সেলিনা কাজী রূপনগর এলাকায় চারটি মামলায় সাড়ে ৭ হাজার টাকা, ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী খিলগাঁও এলাকায় ছয়টি মামলায় ৩ হাজার ৩০০ টাকা, ম্যাজিস্ট্রেট সারাহ সাদিয়া তাজনীন ফার্মগেট এলাকায় অভিযান পরিচালনা করে ছয়টি মামলায় সাড়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close