নিজস্ব প্রতিবেদক

  ১৯ নভেম্বর, ২০১৯

কমল কুমার মজুমদারের ১০৫তম জন্মদিন পালন

ইংরেজ-ব্যয়করণ প্রভাবিত বাংলা গদ্যে অভ্যস্ত হওয়ার কারণে কমল কুমারের ভাষা আমাদের কাছে দুর্বোধ্য মনে হয়। গত রোববার কবিতা ক্যাফেতে ভিন্ন ধারার লেখক কমল কুমার মজুমদারের ১০৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে এ কথা বলেন ড. শোয়াইব জিবরান।

পোয়েট্রি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কবি সৌমিত্র দেবের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে কবি ও গবেষক শোয়াইব জিবরান আরো বলেন, মূলত কমল কুমার চিরায়ত বাংলা গদ্যকেই বেছে নিয়েছিলেন। উইলিয়াম কেরি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসহ অন্য প-িতরা ইংরেজি ভাষার অনুকরণে বাংলা ভাষায় যতিচিহ্নের অনুপ্রবেশ ঘটিয়েছিলেন। সেখানে কমল কুমার যতিচিহ্ন বাদ দিয়ে তার সাহিত্য রচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি বিমল গুহ। কবিতা পাঠ করেন মনসুর হেলাল, জোহরা রুবী, কাকলী চৌধুরী, সাকিরা পারভীন, নাহিদা আশরাফি, মোস্তাক চৌধুরীসহ অনেকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close