নিজস্ব প্রতিবেদক

  ১৮ নভেম্বর, ২০১৯

রাজধানীতে ভাড়া বাসা থেকে সাংবাদিকের লাশ উদ্ধার

রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি ভাড়া বাসা থেকে সাংবাদিক মনসুর আলীর (৩৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় দক্ষিণ বনশ্রীর দশতলা মার্কেটের কাছে ১১ নম্বর রোডের ৪২ নম্বর বাড়ির ছয়তলা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। এ সময় তাকে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। মনসুরের সঙ্গে একই বাসায় থাকতেন তার বন্ধু মনোজিত মিত্র। তিনিও সাংবাদিকতা করেন। ঘটনার দিন তিনি বাসায় ছিলেন না। জানা গেছে, মনসুর আলীর গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের কোটালপাড়ায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ছিলেন। সর্বশেষ তিনি অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সহ-সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকে কাজ করেছেন।

মনসুরের বন্ধু ও সহকর্মী সাংবাদিক মনোজিত জানান, গত শুক্রবার আড়াইটার দিকে মনসুর অফিসে যান। এরপর তিনিও বাসা থেকে বের হয়ে যান। মনোজিত রাতে আর বাসায় ফেরেননি। শনিবার সন্ধ্যায় বাসায় এসে দরজায় নক করেন। ভেতর থেকে কারো সাড়াশব্দ পাননি। এরপর বিষয়টি তিনি বাসার মালিক ও তত্ত্বাবধায়ককে জানান। বাসার মালিক জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানালে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢোকে। মনসুর বিবস্ত্র অবস্থা বিছানায় চিৎ হয়ে পড়ে ছিলেন। বিছানার পাশে বমি ও মল ছিল। খিলগাঁও জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার জুলফিকার আলী জানান, ময়নাতদন্তের জন্য মনসুরের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন তিনি উচ্চ রক্তচাপে ভুগছিলেন। এটিই তার মৃত্যুর কারণ কি না- তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া সবদিক বিবেচনায় নিয়েও তদন্ত হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close