চট্টগ্রাম ব্যুরো

  ১৭ নভেম্বর, ২০১৯

চট্টগ্রামে ডাবল মার্ডারের আসামিসহ গ্রেফতার ৫

চট্টগ্রামে আলোচিত সিআরবি ডাবল মার্ডারের আসামি তালিকাভুক্ত কিশোর গ্যাং লিডার, তালিকাভুক্ত ছিনতাইকারী, মাদক বিক্রেতা এবং অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে চট্টগ্রাম নগরীর রানীর দিঘির পাড় এলাকার এক বাসা থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন, মোহাম্মদ ইয়াকুব (৩৮), সিরাজুল ইসলাম (৪৩), শেখ ফরিদ আহম্মদ (৪৩), শিমুল বিশ্বাস (৫০) ও মো. আলাউদ্দিন (৪৬)। তাদের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে জানিয়েছে পুলিশ। গ্রেফতারের সময় গাঁজা, ইয়াবা ও বিদেশি পিস্তলের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন। তিনি বলেন, গ্রেফতার সবার বিরুদ্ধে এক বা একাধিক থানায় বিভিন্ন মামলা রয়েছে। ইয়াকুবের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ, শিমুল বিশ্বাসের বিরুদ্ধে একটি এবং আলাউদ্দিনের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। এ ছাড়াও গ্রেফতার শেখ ফরিদ সিআরবি ডাবল মার্ডার মামলার এজাহারভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে সিআরবি এলাকার কিশোরদের নিয়ে গ্যাং তৈরি করে ত্রাসের রাজত্ব কায়েম এবং চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close