মহানগর (সিলেট) প্রতিনিধি

  ১৬ নভেম্বর, ২০১৯

সিলেটে আয়কর মেলা উদ্বোধন

প্রথম দিনেই কর আদায় ২ কোটি ৪৩ লাখ টাকা

কর অঞ্চল সিলেটের আয়কর মেলার উদ্বোধন হয়েছে গতকাল বৃহস্পতিবার। উদ্বোধনের প্রথম দিনেই সিলেটে ২ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৩০৯ টাকা কর আদায় হয়েছে। দিন শেষে মেলায় রিটার্ন দাখিল করেছেন ১ হাজার ৮৫ এবং নতুন ইটিআইএন নিয়েছেন ৭৪ জন। তবে মেলায় কেউ ইটিআইএন রি-রেজিস্ট্রেশন করেননি।

কর অঞ্চল সিলেটের উপকর কমিশনার (সদর দফতর, প্রশাসন) কাজল সিংহ বৃহস্পতিবার বিকালে বলেন, ২০১৮-১৯ অর্থবছরে ৯৬৪ দশমিক ৯৮ কোটি টাকা লক্ষ্যমাত্রা ও ৪০ হাজার করদাতা বাড়াতে কাজ করছে সিলেট কর অঞ্চল। মেলায় সার্ভিস ডেস্ক, ইটিআইএন, রিটার্ন গ্রহণ, সঞ্চয়ী ব্যুরো, সামরিক-আধাসামরিক, সশস্ত্র বাহিনী ও মুক্তিযোদ্ধা বুথ, সিনিয়র সিটিজেন, আইনজীবী, মহিলা প্রতিদ্বন্দ্বী ও সাংবাদিকদের ব্যাংকসহ ২৫টি বুথের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে।

এর আগে সকালে সিলেট নগরের রিকাবিবাজার মোহাম্মদ আলী জিমনেশিয়ামে সাত দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধনী করা হয়। সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ প্রধান অতিথি হিসেবে আয়কর মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশকে এগিয়ে নেওয়া প্রধানমন্ত্রীর একার কাজ নয়। আমরা সকলে মিলে সরকারের প্রবৃদ্ধি বাড়াতে চাই। আমরা এসডিজি অর্জনকারী দেশে পরিণত হতে চাই।

মোস্তাাফিজুর রহমান আরো বলেন, ২০২১ সালে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন হবে। ২০৪১ সালে রূপকল্প, ২০৭১ সালে আমরা স্বাধীনতার শতবর্ষ পালন করব। সিলেট কর অঞ্চলের কর কমিশনার রণজীত কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার গোলাম মোহাম্মদ মুনির, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি এ টি এম শোয়েব ও কর আইনজীবী সমিতির সভাপতি মো.আবুল ফজল।

উপকর কমিশনার মো. স্বাদ উল্লাহর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপকর কমিশনার (সদর দফতর, প্রশাসন) কাজল সিংহ)। পরে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ২০১৯ আয়কর মেলার উদ্বোধন ঘোষণা করেন। ‘আমরা স্বাবলম্বী হব সকলে কর দেব’ এই সেøাগানে সাত দিনব্যাপী আয়কর মেলা ২০ নভেম্বর পর্যন্ত চলবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close