চট্টগ্রাম ব্যুরো

  ১৬ নভেম্বর, ২০১৯

‘কুইক রেন্টাল বিদ্যুৎ প্রধানমন্ত্রীর সাহসী উদ্যোগ’

সরকার গঠনের পর কুইক রেন্টাল বিদ্যুৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী উদ্যোগ ছিল বলে মন্তব্য করেছেন সমাজবিজ্ঞানী ও আওয়ামী লীগের উপদেষ্টা ড. অনুপম সেন। গতকাল শুক্রবার বিকালে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে আওয়ামী লীগের ‘শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে উন্নয়নের এক দশক’ শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সরকার গঠন করেন তখন ২০০৮ সালে যুক্তরাষ্ট্রে মহামন্দা শুরু হয়। বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দেয়। শিল্প বাণিজ্যে বিপর্যয় নেমে আসে। জার্মানি ছাড়া ইউরোপের প্রবৃদ্ধি ঋণাত্বক হয়। এখনো সেই প্রভাব কাটাতে সক্ষম হয়নি বিশ্বের অনেক দেশ। কিন্তু বাংলাদেশে প্রথমে মন্দার ধাক্কা লাগলেও তা কাটিয়ে উঠতে সক্ষম হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close