নিজস্ব প্রতিবেদক

  ১৫ নভেম্বর, ২০১৯

‘দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই’

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প কোনো নেই। গতকাল রাজধানীর ওয়ারীতে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তাকেন্দ্রে (বিটাক) এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিটাকের টুল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শিল্প ক্ষেত্রে বিটাকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প কোনো কিছু নেই। বিটাকের ট্রেনিং গ্রহণ করে অনেক নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, যা নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটাক মহাপরিচালক ড. মো. মফিজুর রহমান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close