reporterঅনলাইন ডেস্ক
  ১২ নভেম্বর, ২০১৯

বুলবুলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় কোস্টগার্ড

ঘূর্ণিঝড় বুলবুল-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় জরুরি উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। সাতক্ষীরার কয়রা ও গাবুরা এলাকায় দুটি জাহাজ, সুন্দরবনের দুবলার চরে একটি জাহাজে করে জরুরি উদ্ধারকাজ, ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা দেওয়া হয়। এ ছাড়া বাংলাদেশ কোস্টগার্ড আউটপোস্ট নিদ্রাছকিনা ও চরমানিকায় উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। কোস্টগার্ডের সার্বিক তত্ত্বাবধানে ঘূর্ণিঝড়ের কারণে সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় বিচ্ছিন্ন এলাকা থেকে প্রায় ১৪,৩৪৬ জনকে নিরাপদ স্থানে সরিয়ে আনাসহ তাদের খাবারের ব্যবস্থা করা হয়। এর আগে ঘূর্ণিঝড় বুলবুল চলাকালীন বাংলাদেশ কোস্টগার্ডের ছোট-বড় জাহাজসহ প্রতিটি স্টেশন ও আউটপোস্টে অতিরিক্ত কোস্টগার্ড সদস্য মোতায়েনসহ জোনসমূহে কন্ট্রোলরুম স্থাপন করা হয়। যার ফলে ঘূর্ণিঝড় চলাকালীন হাতিয়ার ঠেঙ্গারচরে ঝড়ে ভেসে যাওয়া একটি ট্রলার থেকে ১৪ জন জেলে এবং ভোলার চরফ্যাশনে ডুবে যাওয়া ট্রলার থেকে ১০ জনকে জীবিত ও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর এখতিয়ারভুক্ত এলাকাসমূহে জননিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার পাশাপাশি জরুরি উদ্ধার, ত্রাণ ও চিকিৎসাসেবায় কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close