reporterঅনলাইন ডেস্ক
  ০৯ নভেম্বর, ২০১৯

মানসম্পন্ন শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকায় মাইলস্টোন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। রাজধানীর উত্তরায় অবস্থিত সফল এক শিক্ষাপ্রতিষ্ঠানের নাম। মানসম্পন্ন শিক্ষার প্রসারে এটি অগ্রণী ভূমিকা রাখছে। রাজউক উত্তরা মডেল কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কর্নেল নুরননবী (অব.) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজেরও প্রতিষ্ঠাতা। তার নেতৃত্বে একদল দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা এই প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করে যাচ্ছেন। এনআরএস ট্রাস্ট পরিচালিত এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পড়ে শিক্ষার্থীরা ভালো রেজাল্টও করছে। বোর্ড সেরা রেজাল্টেরও রেকর্ড আছে প্রতিষ্ঠানটির। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কর্নেল নুরননবী (অব.) এর আগে ফৌজদারহাট এবং ঝিনাইদহ ক্যাডেট কলেজেও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালে ঢাকা শিক্ষা বোর্ডের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ।

সাম্প্রতিক ফলাফল : মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনীতে ১ হাজার ২৪৮ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এবং শতভাগ পাসসহ ৯৯৮ জন জিপিএ-৫ অর্জন করে। প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২০১১ ও ১২ সালে চতুর্থ স্থান এবং ২০১৩ ও ১৪ সালে সারা দেশে তৃতীয় স্থান অর্জন করে। জেএসসিতে ২০১০ সালে ১৩তম, ২০১২ সালে সপ্তম এবং ২০১৩ সালে চতুর্থ স্থান অর্জন করে। এ বছর মাইলস্টোন থেকে এসএসসি দেয় ১৩৪১ জন। পাসের হার ৯৮ দশমিক ৯৬ শতাংশ এবং জিপিএ-৫ অর্জন করে ৩০১ জন শিক্ষার্থী। এসএসসিতে ২০০৯ সালে পঞ্চম স্থান, ২০১৩ সালে ১০ম স্থান এবং ২০১৪ সালে চতুর্থ স্থান অর্জন করে। মাইলস্টোন কলেজ থেকে এ বছর ২২১১ জন ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং শতভাগ পাসসহ ৮৫৩ জন জিপিএ-৫ অর্জন করেন। এইচএসসিতে ২০০৯ সালে ১০ম স্থান এবং ২০১৪ সালে সপ্তম স্থান অর্জন করে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close