নিজস্ব প্রতিবেদক

  ০৮ নভেম্বর, ২০১৯

ডিআইইউর ২ শিক্ষার্থীর অর্জন

প্রেসিডেন্টস রোভার স্কাউট পদক পেলেন নাজমুল-জুঁই

প্রেসিডেন্টস রোভার স্কাউট (পিআরএস) পদক পেলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) এয়ার রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট নাজমুল হাছান ও জুঁই রায়। তারা দুজনই বিশ্ববিদ্যালয়টির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। গত মঙ্গলবার বাংলাদেশ স্কাউটস তাদের পদক অর্জনের তথ্য নিশ্চিত করেন।

পিআরএস পদকটি বাংলাদেশ স্কাউটসের অত্যন্ত সম্মানজনক এবং সর্বোচ্চ অ্যাওয়ার্ড। এ পদক অর্জন একজন রোভারের জীবনে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত। প্রত্যেক রোভারের স্বপ্ন থাকে পিআরএস অ্যাওয়ার্ড অর্জন করার। আর এটি অর্জনের জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও নিয়মিত স্কাউটিং কার্যক্রম। জানা গেছে, শিগগিরই রাষ্ট্রপতি বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে পিআরএস প্রাপ্তদের হাতে সনদ তুলে দেবেন।

পদক অর্জনের খবরে নাজমুল হাছান বলেন, স্কাউট আন্দোলনের মূলমন্ত্র ও আত্মমর্যাদাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই। পিআরএস পদক অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যাদের সহযোগিতা পেয়েছি তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জুঁই রায় বলেন, এই অর্জনে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close