রংপুর ব্যুরো

  ০৬ নভেম্বর, ২০১৯

‘মোটরযানে ডাক্তার আইনজীবী প্রেস লেখা বে-আইনি’

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল আলীম মাহমুদ বলেছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে হলে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। পুলিশ, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, যত বড় নেতাই হোন না কেন, সবাইকে আইন মানতে হবে। আইনের ঊর্ধ্বে কেউ নন। এ সময় যেকোনো মোটরযানে পুলিশ, প্রেস, আইনজীবী, ডাক্তার, মুক্তিযোদ্ধা ইত্যাদি লেখা বেআইনি উল্লেখ করে সবাইকে এসব লেখা সংবলিত স্টিকার ব্যবহার থেকে বিরত থাকার ও রাখার পরামর্শ দিয়ে গাড়ির বৈধ কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেন তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে আরপিএমপি কমিশনার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আলীম মাহমুদ বলেন, মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবনকারী আটক হচ্ছে। পুলিশ কমিশনার আরো বলেন, গত এক বছরের মোট মামলার ৫৪ ভাগই মাদকসংক্রান্ত মামলা হয়েছে। গত এক বছরে ৫৮৩টি মাদকসংক্রান্ত মামলা হয়েছে। উদ্ধার হয়েছে ইয়াবা ট্যাবলেট, গাঁজা, হেরোইন, ফেনসিডিলসহ বিপুল পরিমাণ চোলাই মদ। এসবের আনুমানিক মূল্য প্রায় ৫৩ লাখ টাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close