নিজস্ব প্রতিবেদক

  ০৬ নভেম্বর, ২০১৯

যুদ্ধবিমান ব্যবহারে যত্নশীল হোন : রাষ্ট্রপতি

বিমানবাহিনীর যুদ্ধবিমানসহ অন্যান্য যন্ত্রপাতি ব্যবহারে যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, যুদ্ধবিমানসহ সব যন্ত্রপাতি অত্যন্ত মূল্যবান। এগুলোর সংরক্ষণে আরো যত্নশীল ও মনোযোগী হতে হবে। দুর্ঘটনা কমিয়ে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি হ্রাসে সর্বাত্মক পদক্ষেপ নিতে হবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে ছয়টি স্কোয়াড্রনকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) দেওয়া হয় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ।

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। উন্নয়নের জন্য নিরাপত্তা অপরিহার্য। এজন্য আমাদের আকাশসীমার নিরাপত্তাও অনেক বেশি জরুরি। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের বিমানবাহিনী এ দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করতে সক্ষম হবে।’

রাষ্ট্রপতি বলেন, ‘পেশাগত দক্ষতা অর্জন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ দক্ষতা একদিকে যেমন আত্মবিশ্বাস বৃদ্ধি করে, তেমনি সংগঠনের জন্যও বয়ে আনে সুনাম ও মর্যাদা। তাই আপনাদের গড়ে উঠতে হবে দক্ষ এবং আদর্শ বিমান সেনা হিসেবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close