ঢাবি প্রতিনিধি

  ২৫ অক্টোবর, ২০১৯

গণরুমবাসীদের নিয়ে ভিসির বাসভবনে ওঠার হুমকি

গণরুমে বসবাসরত প্রথম ও দ্বিতীয় বর্ষের সব শিক্ষার্থীকে নিয়ে আগামী মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে ওঠার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য তানভীর হাসান সৈকত। গতকাল বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে তানভীর হাসান সৈকত এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তানভীর বলেন, ‘শিক্ষার্থীরা মানবেতর জীবনযাপন করবে আর তিনি (উপাচার্য) প্রাসাদোপম বাংলোয় আয়েশে থাকবেন; এটা কোনোভাবেই অভিভাবকসুলভ কাজ হতে পারে না। গণরুম সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমরা আমাদের অভিভাবকের ছায়াতলে আশ্রয় নেব।’ এ ছাড়া ওইদিন সকালের নাশতা উপাচার্যের সঙ্গে করার কথাও বলেন তানভীর। প্রসঙ্গত, ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত গত ১ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর গণরুম সমস্যা সমাধানে নিজে গণরুমে থেকে প্রতীকী আন্দোলন করে যাচ্ছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close