চট্টগ্রাম ব্যুরো

  ২৫ অক্টোবর, ২০১৯

‘প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে পর্যটন খাত বিশ্বমানের পথে,

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ পর্যটন খাত বিশ্বমানে পরিণত হওয়ার পথে এগিয়ে চলছে। এ খাতে যারা বিনিয়োগ করছেন তাদের জন্য সুদিন অপেক্ষা করছে বলে তিনি উল্লেখ করেন। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর পেনিনসুলা হোটেলে ১১তম তিনব্যাপী আন্তর্জাতিক পর্যটনমেলার ট্রাভেল মার্ট-২০১৯ উদ্বোধনকালে সিটি মেয়র এ কথা বলেন। মেয়র আরো বলেন, অতীতে আমাদের পর্যটন খাত উন্নয়নে যারা দায়িত্বে নিয়োজিত ছিলেন, তারাই সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। ফলে দেশের পর্যটন খাত উন্নয়নে প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও সেইভাবে এগিয়ে যায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যটন খাতের উন্নয়নে অত্যাধিক গুরুত্ব দিচ্ছেন। সেজন্য পর্যটনশিল্পের বিকাশে নানামুখী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এর মধ্যে দিয়ে এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে পর্যটনের বিকাশ দারুণ সহায়কের ভূমিকা রাখতে পারে বলে তিনি মন্তব্য করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close