নিজস্ব প্রতিবেদক

  ২২ অক্টোবর, ২০১৯

পরীবাগ মার্কেটে র‌্যাবের অভিযান

২৮৮টি বন্যপ্রাণীর চামড়া জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড

রাজধানীর পরীবাগ সুপার মার্কেটে বন্যপ্রাণীর চামড়া বিক্রি এবং বিভিন্ন ট্রফি তৈরির অপরাধে দুই ব্যবসায়ীকে এক বছরের কারাদ- দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

এ সময় ২৮৮টি বন্য প্রাণীর চামড়া জব্দ করা হয়। র‌্যাবের সঙ্গে অভিযানে বন বিভাগের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল (বন্যপ্রাণী অপরাধ দমন) ইউনিট কর্মকর্তারাও ছিলেন।

গতকাল সোমবার বিকেল ৪টার দিকে পরীবাগ সুপার মার্কেটে শুরু হয় এ অভিযান। অভিযানে নেতৃত্ব দিয়েছেন বন বিভাগের অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক।

তিনি বলেন, ‘গোপন সংবাদে জানা যায়, পরীবাগ সুপার মার্কেটে বণ্যপ্রাণীর চামড়া দিয়ে বিভিন্ন ট্রফি ও সরঞ্জামা বানিয়ে বিক্রি করা হচ্ছে। এই খবরে এখানে অভিযান চালিয়ে ইতোমধ্যে সাতটি চিতাবাঘের চামড়া, ২টি লজ্জাবতী বানরের, ২২৭টি গুই সাপের চামড়া জব্দ করা হয়েছে।

সেইসঙ্গে চামড়া দিয়ে কফি বানানোর সরঞ্জামও জব্দ করা হয়েছে। অভিযানে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জেল-জরিমানা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close