চট্টগ্রাম ব্যুরো

  ২০ অক্টোবর, ২০১৯

চট্টগ্রামে আগুনে পুড়ল ১৩২ দোকান

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার জুবিলী রোডে পাশাপাশি জহুর হকার্স মার্কেট ও জালালাবাদ মার্কেটে আগুন লেগে ১৩২টি ব্যবসা দোকান পুড়ে গেছে।

গতকাল শনিবার ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট আগুনের সূত্রপাত হয়েছে জানিয়েছেন চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক জসিম উদ্দিন। তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি গাড়ি ঘটনাস্থলে যায়। আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্ত করে বের করা হবে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকান্ডে কোটি কোটি টাকার মালামাল পুড়ে গেছে।তবে কোনো প্রাণহানির হয়নি।এদিকে আগুন লাগার পর থেকে দুটি মার্কেটের সব প্রবেশপথ ঘিরে রাখা হয়েছিল।ফায়ার সার্ভিসের কর্মী এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, আগুনে জহুর হকার্স মার্কেটের ২৫টি দোকান এবং জালালাবাদ মার্কেটের ১০৭টি পুড়ে যায়। এর মধ্যে পোশাকের দোকান, কম্বলের গুদাম এবং ছোট টেইলারিং কারখানা রয়েছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close