খুলনা ব্যুরো

  ১৭ অক্টোবর, ২০১৯

খুলনায় আশা শিক্ষা সেবিকাদের কর্মশালা

খুলনায় আশা শিক্ষা সেবিকাদের নিয়ে এক কর্মশালা ও সম্মেলন রুপসা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। দেশের সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা ও স্কুল থেকে ঝরেপড়া রোধে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচির আওতায় শিক্ষা সেবিকাদের নিয়ে ওই কর্মশালা এবং সম্মেলনের আয়োজন করে বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আশা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ ফজলুল হক। প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম সিরাজুদ্দোহা। কর্মশালায় আশা শিক্ষা কর্মসূচি উপস্থাপন করেন শিক্ষা কর্মসূচির প্রকল্প কর্মকর্তা মো. সামিউল হক। বর্তমানে ৬৩টি জেলায় ১ হাজার আশা ব্রাঞ্চের ১৫ হাজার ২০০টি শিক্ষাকেন্দ্রের মাধ্যমে দরিদ্র পরিবারের প্রায় ৪ লাখ ৮০ হাজার শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় সুবিধা পাচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close