নিজস্ব প্রতিবেদক

  ১৬ অক্টোবর, ২০১৯

বনানীতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

ফেসবুকের মাধ্যমে অভিযোগ পেয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির ফেসবুক পেজের মাধ্যমে অনেকেই বিভিন্ন ধরনের অভিযোগ ও পরামর্শ দিয়ে থাকেন। এসব অভিযোগ ও পরামর্শ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়। এ ধরনের একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার গতকাল মঙ্গলবার বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রীর ধ্বংসাবশেষ রাখার অপরাধে ওই সড়কের ১৫৮/ই ভবনের মালিক ও নির্মাণ ঠিকাদারকে ১ লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে নির্মাণ সামগ্রীর ধ্বংসাবশেষ পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়।

ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close