নিজস্ব প্রতিবেদক

  ১৪ অক্টোবর, ২০১৯

ভেঙে ফেলা হচ্ছে রাজমনি সিনেমা হল

সিনেমার রমরমা ব্যবসার সময় দেশের প্রেক্ষাগৃহ ছিল ১৪০০টির বেশি। বর্তমানে সেই সংখ্যা কমে হলের সংখ্যা হয়েছে ২৫০টির মতো। যদিও উৎসবে আরো ৫০টি হল বাড়ে। তবে সারা বছর চালু হলের সংখ্যা ২৫০টিরও কম। চলচ্চিত্র নির্মাণ কমার সঙ্গে সঙ্গে ভেঙে ফেলা হচ্ছে বিভিন্ন সিনেমা হল। এবার সেই কাতারে যুক্ত হলো রাজধানীর রাজমনি সিনেমা হল। গতকাল রোববার রাজধানীর কাকরাইলে রাজমনি সিনেমা হল থেকে মেশিন, সার্ভার খুলে ফেলা হয়েছে। সকাল থেকে হল ভাঙার কাজ চলছে। এই হলটি ১৯৮৩ সাল থেকে সিনেমা প্রদর্শন করে আসছিল। এ হলের মালিক মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ মনি।

খোঁজ নিয়ে জানা যায়, রাজমনি হল ভেঙে এখানে সিনেপ্লেক্স নির্মাণ করা হবে। যে কারণে হল ভাঙার কাজ শুরু হয়েছে। আগামী ঈদের আগেই সিনেপ্লেক্স তৈরি হেবে।

হলমালিকরা বলছেন, দেশে বেশ কয়েক বছর ধরে চলচ্চিত্রের মন্দা বাজার চলছে। সেই সঙ্গে সিনেমা হলগুলো বন্ধ হওয়ার মূল কারণ দর্শক না আসায়। তবে নির্মাতা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, সিনেমা হলের পরিবেশ উপযোগী না হওয়ার কারণে হলে দর্শক আসে না। সিনেমা হলগুলো সময় উপযোগী করে পরিবেশ ঠিক করলে হলে দর্শকসংখ্যা বাড়বে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close