নিজস্ব প্রতিবেদক

  ১১ অক্টোবর, ২০১৯

অবৈধ স্থাপনা উচ্ছেদ

কারওয়ানবাজারে ডিএনসিসির অভিযান

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর কারওয়ানবাজার ও ফার্মগেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল বৃহস্পতিবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেনের নেতৃত্বে কারওয়ানবাজারে সড়ক ও ফুটপাত থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়। এরই পূর্বে কয়েক দফায় উচ্ছেদ করার পরও কিছু ক্ষুদ্র ব্যবসায়ী আবারও সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করছিল। তাই গতকাল বৃহস্পতিবার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অপরদিকে ফার্মগেট থেকে বিজ্ঞান কলেজ হয়ে কারওয়ানবাজার সড়ক সম্প্রসারণের লক্ষ্যে একটি পানির হাউজ অপসারণ করা হয়।

ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close