নিজস্ব প্রতিবেদক

  ০৮ অক্টোবর, ২০১৯

ডিএসসিসি সচিবের পোস্টারে নগর অপরিচ্ছন্ন

কারণ দর্শানোর নোটিস

নগরী পরিচ্ছন্ন রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) যেখানে গলদ্ঘর্ম হচ্ছে, সেখানে ওই সিটি করপোরেশনেরই গুরুত্বপূর্ণ এক কর্মকর্তা নিজেই নগরী অপরিচ্ছন্ন করেছেন। নগরীর বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে পোস্টার সেঁটেছেন তিনি। এ কারণে ওই কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিস দিয়েছে ডিএসসিসি কর্তৃপক্ষ।

জানা যায়, আগামী ২৫ অক্টোবর শুক্রবার রাজধানীর ঐতিহ্যবাহী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন। স্কুলটির চারটি শাখায় ওই দিন একযোগে ভোট গ্রহণ চলবে। এ নির্বাচনে প্রাথমিক শাখার অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচন করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মো. মোস্তাফা কামাল মজুমদার। এ জন্য সরকারের যুগ্ম সচিব পদমর্যাদার ওই কর্মকর্তা ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজসহ ঢাকার বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে ব্যাপকসংখ্যক পোস্টার সেঁটেছেন। বিষয়টি ডিএসসিসির নজরে এলে সম্প্রতি তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস জারি করে কর্তৃপক্ষ। এ ব্যাপারে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে একটি তদন্ত কমিটির মাধ্যমে আমরা সরেজমিন তদন্ত করেছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close