চট্টগ্রাম ব্যুরো

  ২৪ সেপ্টেম্বর, ২০১৯

ক্লাব জুয়ার আসর হতে পারে না : চসিক মেয়র

চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ক্লাব জুয়ার আসর হতে পারে না; ক্লাব হলো বিনোদনের একটি স্থান। এটিকে অপবিত্র করার অধিকার কারো নেই। গতকাল সোমবার ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের আমানবাজার আইএস কনভেনশন হলে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪০তম মাদকবিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, জুয়ার আসর বসিয়ে, মদের আসর বসিয়ে, ক্যাসিনো বসিয়ে ক্লাব পরিচালনার কথা কোথাও নেই। সংবিধান ও ইসলামে জুয়া নিষিদ্ধ। এটা জায়েজ করার সুযোগ নেই। যারা জুয়ার বোর্ড বসাবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী এটা করবেন।’ যোগ করেন মেয়র নাছির। তিনি বলেন, ‘আমি পানও খাই না, সিগারেটও খাই না। আমিও ক্লাব চালাই ১৯৮৫ থেকে। আমি চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, এখন দীর্ঘদিন ধরে সভাপতি। এ ক্লাব অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে।

ওয়ার্ড কাউন্সিলর তৌফিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আকতার, যুগ্ম জেলা জজ জাহানারা ফেরদৌস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক তপন কান্তি শর্মা, ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর এস এম সোহেল প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close