ঢাবি প্রতিনিধি

  ২৩ সেপ্টেম্বর, ২০১৯

মধুর ক্যান্টিনে ছাত্রলীগ-ছাত্রদলের ‘স্লোগানযুদ্ধ’

কমিটি ঘোষণার পর গতকাল রোববার প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনে আসেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরাও সেখানে অবস্থান নিলে পাল্টাপাল্টি ‘স্লোগানযুদ্ধ’ চলে কিছুক্ষণ।

গতকাল রোববার বেলা ১১টায় ছাত্রদলের নবনির্বাচিত দুই শীর্ষ নেতা ফজলুর রহমান খোকন ও ইকবাল হোসেনের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী মধুর ক্যানটিনে আসেন। এ সময় তারা মধুর ক্যানটিনের এক পাশে কয়েকটি টেবিলজুড়ে অবস্থান নেন। ‘জিয়া, খালেদা’ বলে স্লোগান দিতে দেখা যায় তাদের।

এদিকে পাশেই কয়েকটি টেবিলজুড়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় কমিটির চার নেতা কয়েক শ নেতাকর্মীসহ অবস্থান নেন। ছাত্রদলের স্লোগানের বিপরীতে তারা ‘ভুয়া, ভুয়া’, ‘ছাত্রদলের চামড়া তুলে নেব আমরা’ প্রভৃতি স্লোগাগান দিতে থাকে। এতে কিছুক্ষণের জন্য মধুর ক্যানটিনে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়। পরে ছাত্রদলের শীর্ষ দুই নেতা নেতাকর্মীদের নিয়ে মধুর ক্যানটিনে কিছুক্ষণ অপেক্ষা করার পর সেখান থেকে বের হয়ে তারা উপাচার্য ড. আখতারুজ্জামানের সঙ্গে দেখা করতে তার কার্যালয়ের দিকে যান।

এর আগে ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ছাত্রলীগের পক্ষ থেকে ‘সৌজন্যমূলক আচরণ’ পাননি বলে অভিযোগ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close