চট্টগ্রাম ব্যুরো

  ২২ সেপ্টেম্বর, ২০১৯

রোহিঙ্গাদের ২ ট্রাক ডাল মিলল খাতুনগঞ্জে

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ত্রাণ হিসেবে দেওয়া দুই ট্রাকবোঝাই ডাল জব্দ করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। খোলাবাজারে বিক্রির জন্য নগরীর খাতুনগঞ্জে একটি গুদামে খালাসের সময় সেগুলো জব্দ করা হয়েছে। এ সময় ওই গুদামের ব্যবস্থাপককে আটক করেছে ডিবি। গতকাল শনিবার বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নগরীর খাতুনগঞ্জের কমিশনার গলিতে মেসার্স নিউ খালেক ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালায় ডিবি। প্রতিষ্ঠানটির মালিক হাজি আবদুস সালাম নামে এক ভোগ্যপণ্য ব্যবসায়ী। অভিযানে অংশ নেওয়া নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (উত্তর) মুহাম্মদ রুহুল আমীন বলেন, ‘কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিভিন্ন এনজিও এবং সরকারি সংস্থা ত্রাণ হিসেবে মটর ডাল দেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close