নিজস্ব প্রতিবেদক

  ২১ সেপ্টেম্বর, ২০১৯

খেলাঘর আসরের জাতীয় সম্মেলন

মুক্তিযুদ্ধের চেতনায় লালিত শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের জাতীয় সম্মেলন উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ শিশু একাডেমিতে দু’দিন ব্যাপী এ সম্মেলন উপলক্ষে বসেছে সারাদেশের খেলাঘর পরিবারের মিলন মেলা। দেশের অর্ধশতাধিক জেলা, মহানগর ও অঞ্চলের শাখা আসরগুলোর ছয় শতাধিক প্রতিনিধি এবং সহস্রাধিক ভাই বোন এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন। এ আসরে ভারতের পশ্চিমবঙ্গের বন্ধুপ্রতিম সংগঠন ‘সব পেয়েছির আসর’ ও ‘কিশোর বাগিনী’র পাঁচজন প্রতিনিধিও যোগ দিয়েছেন। খেলা ঘরের প্রতিষ্ঠাতা শহীদ শহীদুল্লাহ কায়সার স্মরণে ‘শহীদুল্লাহ কায়সার পদক’ পান সম্মেলনের উদ্বোধক জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিম-লীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close