নিজস্ব প্রতিবেদক

  ২১ সেপ্টেম্বর, ২০১৯

কেরালাবাসীর বার্ষিক ওনাম উৎসব ঢাকায় পালিত

বাংলাদেশে অবস্থানরত ভারতের নাগরিক কেরালাবাসীর ঐতিহ্যবাহী বার্ষিক ওনাম উৎসব ঢাকায় পালিত হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর আর্মি গলফ ক্লাবে ঢাকা মালায়েলি অ্যাসোসিয়েশন আয়োজিত এ উৎসব উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। সভাপতিত্ব করেন ঢাকা মালায়েলি অ্যাসোসিয়েশনের সভাপতি সেবাসটিয়ান। উৎসবে উপস্থিত ছিলেন, আতিকান অ্যাম্বাসি আর্চ বিসোপ জর্জ খোচরে, সংগঠনের সাধারণ সম্পাদক অভিলাস ও পি এম স্টেপেন।

প্রধান অতিথির বক্তব্যে রিভা গাঙ্গুলি দাস বলেন, ‘আমি ঢাকায় এসেছি ছয় মাস হয়েছে। বাংলাদেশে অবস্থানরত ভারতীয় কেরালারা বার্ষিক এ উৎসব পালন খুব আনন্দিত। আর ওনাম উৎসব খুবই আনন্দময়। বহু বছর ধরে আমরা নিয়মিত এই উৎসবে অংশ নিই। খুবই চিত্তাকর্ষক। ঐতিহ্যবাহী মালায়েলি সংস্কৃতি পরবর্তী প্রজন্ম ধরে রাখবে এমন প্রত্যাশা করছি।’

জানা যায়, প্রতি বছর অনাম উৎসব পালিত হয়। রাজ্যের প্রতিটি মানুষের কাছে এই উৎসব অত্যন্ত প্রিয়। কেরালার সবচেয়ে বড় উৎসব বলা হয় এটিকে। রাজ্যের সব ধর্মের, সব জাতির মানুষ এই উৎসবে শামিল হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close