জবি প্রতিনিধি

  ১৫ সেপ্টেম্বর, ২০১৯

জবি শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে আজ মানববন্ধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের র‌্যাবের হাতে মারধরের ঘটনায় আজ রোববার মানববন্ধন করবে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনটি সাধারণ শিক্ষার্থীর ব্যানারে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হবে। সাধারণ শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে মানবন্ধনে অংশগ্রহণের পর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি দেবেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার জবি উত্তরণ-২ বাসে যাতায়াতকারী শিক্ষার্থীদের ওপর সায়দাবাদে র?্যাব-১০ (ঢাকা মেট্রো চ- ৫৩২২৩৭)-এর টহলরত গাড়ির সদস্যরা মারধর করেছেন। এতে ছয় শিক্ষার্থী আহত ও এক শিক্ষার্থীকে গাড়িতে তুলে নিলেও পরে ছেড়ে দেওয়া হয়। মারধরের ফলে শিক্ষক-শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। এ মারধরের বিষয়ে র‌্যাব এ ঘটনাকে অনাকাক্সিক্ষত বলে স্বীকার করেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close