নিজস্ব প্রতিবেদক

  ১৪ সেপ্টেম্বর, ২০১৯

শাহজালালে অর্ধকোটি টাকার সোনাসহ আটক ২

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি সোনার বার, ২০টি মুঠোফোনসহ দুই যাত্রীকে আটক করেছেন ঢাকা কাস্টম হাউস (সিএইচডি) কর্মকর্তারা। তারা হলেন মো. মোতালেব হোসেন ও মো. সিরাজুল ইসলাম। গত বৃহস্পতিবার তাদের আটক করা হয়।

সিএইচডির সহকারী কমিশনার অথেলো চৌধুরী জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মো. মোতালেব হোসেন নামে এক যাত্রী মাস্কাট থেকে বিএস ৩২২ নম্বর ফ্লাইটে ঢাকায় আসেন। আগেই গোপন সংবাদে জানা যায়, মাসকাট থেকে আসা ফ্লাইটে সোনা চোরাচালান হবে। তিনি কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে গ্রিন চ্যানেল পার হয়ে বের হয়ে যাচ্ছিলেন। এ সময় কাস্টমস কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করে। পরে তাকে কাস্টমস হলে নিয়ে তার শরীর ও লাগেজ তল্লাশি করা হয়। তল্লাশি করে তার পায়ের স্যান্ডেলে লুকানো ৬টি (৬৯৮ গ্রাম) সোনার বার জব্দ করা হয়।

একই দিন বিকেল ৩টার দিকে কলকাতা থেকে একটি ফ্লাইটে ঢাকায় আসেন যাত্রী মো. সিরাজুল ইসলাম। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যে তাকে আটক করে কাস্টমস কর্মকর্তরা। পরে তার লাগেজ তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ২০টি মোবাইল ফোন জব্দ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close